Recents in Beach

মুক্তিযুদ্ধ বিষয়ক ৫১ টা চলচ্চিত্রের লিস্ট, মুক্তিযুদ্ধের সেরা সিনেমা

মুক্তিযুদ্ধ বিষয়ক ৫১ টা চলচ্চিত্রের লিস্ট

বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা চলচ্চিত্র নির্মাণ হয়ে আসছে। এ দেশের সুস্থ ধারার চলচ্চিত্রগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়ে আছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো। এ চলচ্চিত্রগুলোর অনেকগুলোতে যেমন সরাসরি যুদ্ধের ভয়াবহতা উঠে এসেছে। যেমন: চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন (১৯৭২), সংগ্রাম (১৯৭৩),হাঙ্গর নদীর গ্রেনেড (১৯৯৭), নাসির উদ্দীন ইউসুফের একাত্তরের যীশু (১৯৯৩)। সেই সাথে কিছু চলচ্চিত্রে প্রত্যক্ষভাবে যুদ্ধকে উপস্থাপন না করে পরোক্ষভাবে এর ভয়াবহতাকে উপস্থাপন করা হয়েছে। উপস্থাপন করা হয়েছে যুদ্ধের স্বীকার হওয়া শরণার্থী বা পালিয়ে বেড়ানো মানুষের জীবনাবেগকে। এ ধরনের চলচ্চিত্রের মধ্যে আছে, তারেক মাসুদের মুক্তির গান (১৯৯৫), হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া (২০০৩), মোরশেদুল ইসলামের খেলাঘর (২০০৬)। এছাড়াও কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে যুদ্ধ পূর্বকালীন ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এর প্রভাব ও রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে। এ ধরনের চলচ্চিত্রের মধ্যে আছে, জহির রায়হানের জীবন থেকে নেওয়া (১৯৭১), খান আতাউর রহমানের এখনো অনেক রাত (১৯৯৭), হারুন-উর-রশিদের মেঘের অনেক রং (১৯৭৬), নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল (১৯৭৪)। উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন জয় বাঙলা নামে একটি চলচ্চিত্র নির্মার্ণের কাজ শুরু করেছিলেন কিন্তু তা শেষ করতে পারেন নি।

🎗️মুক্তিযুদ্ধ বিষয়ক ৫১ টা চলচ্চিত্রের লিস্টঃ

১। ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম -( ১৯৭২).
২। অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত – (১৯৭২).
৩। রক্তাক্ত বাংলা – মমতাজ আলী – (১৯৭২).
৪। বাঘা বাঙালী – আনন্দ – (১৯৭২).
৫। জয়বাংলা -- ফখরুল আলম -- (১৯৭২).
৬। ধীরে বহে মেঘনা – আলমগীর কবির – (১৯৭৩).
৭। আমার জন্মভূমি – আলমগীর কুমকুম – (১৯৭৩).
৮। আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান – (১৯৭৩).
৯। সংগ্রাম – চাষী নজরুল ইসলাম (১৯৭৪).
১০। আলোর মিছিল – নারায়ণ ঘোষ মিতা (১৯৭৪).
১১। বাংলার ২৪ বছর -- মোহাম্মদ আলী -- (১৯৭৪).
১২। কার হাসি কে হাসে – আনন্দ (১৯৭৪).
১৩। মেঘের অনেক রং – হারুনুর রশীদ (১৯৭৬).
১৪। রূপালী সৈকত -- আলমগীর কবির (১৯৭৯).
১৫। কলমীলতা – শহীদুল হক খান (১৯৮১).
১৬। বাঁধনহারা --- এ জে মিন্টু (১৯৮১).
১৭। চিৎকার – মতিন রহমান (১৯৮২).
১৮। আমরা তোমাদের ভুলবো না – হারুনর রশীদ-- (১৯৯৩).
১৯। একাত্তরের যীশু – নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু (১৯৯৩).
২০। আগুনের পরশমনি – হুমায়ূন আহমেদ (১৯৯৪).
২১। সিপাহী – কাজী হায়াৎ (১৯৯৪).
২২। নদীর নাম মধুমতি – তানভীর মোকাম্মেল (১৯৯৬).
২৩। হাঙর নদী গ্রেনেড – চাষী নজরুল ইসলাম (১৯৯৭).
২৪। এখনো অনেক রাত – খান আতাউর রহমান (১৯৯৭).
২৫। ছানা ও মুক্তিযুদ্ধ – বাদল রহমান (১৯৯৮).
২৬। '৭১-এর লাশ' – নাজির উদ্দীন রিজভী (১৯৯৮).
২৭। ইতিহাস কন্যা – শামীম আখতার (২০০০).
২৮। একজন মুক্তিযোদ্ধা – বি.এম সালাউদ্দিন (২০০১).
২৯। শিলালিপি – শামীম আখতার (২০০২).
৩০। মাটির ময়না --- তারেক মাসুদ (২০০২).
৩১। শ্যামল ছায়া – হুমায়ূন আহমেদ (২০০৪).
৩২। জয়যাত্রা – তৌকির আহমেদ (২০০৪).
৩৩। মেঘের পরে মেঘ--- চাষী নজরুল ইসলামী (২০০৪).
৩৪। ধ্রুবতারা – চাষী নজরুল ইসলাম (২০০৬).
৩৫। খেলাঘর – মোরশেদুল ইসলাম (২০০৬).
৩৬। অস্তিত্বে আমার দেশ – খিজির হায়াত খান (২০০৭).
৩৭। গহিনে শব্দ – খালিদ মাহমুদ মিঠু (২০১০).
৩৮। নিঝুম অরন্যে – মুশফিকুর রহমান গুলজার (২০১০).
৩৯। রাবেয়া – তানভীর মোকাম্মেল (২০১০).
৪০। গেরিলা – নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু (২০১১).
৪২। আমার বন্ধু রাশেদ – মোরশেদুল ইসলাম (২০১১).
৪৩। মেহেরজান – রুবাইয়াত হোসেন (২০১১).
৪৪। আত্মদান – শাহজাহান চোধুরী (২০১২).
৪৫। কারিগর – আনোয়ার শাহাদাত (২০১২).
৪৬। খন্ড গল্প’ ৭১ – বদরুল আনাম সৌদ (২০১২).
৪৭। পিতা – মাসুদ আখন্দ (২০১২).
৪৮। হৃদয়ে-৭১ ----- সাদেক সিদ্দিক (২০১৩).
৪৯। জীবনঢুলী--- তানভীর মোকাম্মেল পরিচালিত.
৪৭। এইতো প্রেম--- সোহেল আরমান পরিচালিত.
৫০। সংগ্রাম- মনসুর আলী পরিচালিত
৫১। "৭১-এর গেরিলা" --- মিজানুর রহমান শামীম পরিচালিত

Post a Comment

0 Comments