Recents in Beach

বিগত সালে NSI পরীক্ষায় বাংলা থেকে আসা সবগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নের প্রশ্নোত্তর

বিগত সালে NSI পরীক্ষায় বাংলা থেকে আসা সবগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নের প্রশ্নোত্তর


বিগত সালে NSI পরীক্ষায় বাংলা থেকে আসা সবগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নের প্রশ্নোত্তর


০১) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?

®__চন্দ্রাবতী।

®__১ম উপন্যাসিক সর্ণকুমারী দেবী।


০২) নির্ভুল বানান কোনটি? ®__মুহুর্মুহু।


০৩) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? ®__কবিরাজ।


০৪) বাংলা ভাষায় ৩টি মৌলিক অংশ রয়েছে,এগুলো কী কী? ®__ধ্বনি,বর্ণ,বাক্য।


০৫) কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত কোন জাতীয় পদক প্রদান করা হয়?

®__পদ্মভূষণ।


০৬) "গাড়ি স্টেশন ছাড়ে"এখানে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি? ®__অপাদানে ৭মী।


০৭) "অচেনা"কোন সমাস?

®__তৎপুরুষ সমাস (নঞ তৎপুরুষ)।


০৮) "এ এক বিরাট সত্য"এখানে "সত্য" কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? ®__বিশেষ্য।


০৯) "গরল"শব্দের বিপরীত শব্দ কী? ®__অমৃত।


১০) "মাটির ময়না"চলচ্চিত্রের নির্মাতা কে?

®__তারেক মাসুদ।


১১) ওমর খৈয়াম কোন দেশের কবি? ®ইরানের কবি।


১২) যা চেটে খাওয়া যায়----এক কথায় হবে?® লেহ্য।


১৩) সন্ধি বিচ্ছেদ করুন"পুরস্কার"? ®__পুরঃ+কার।


১৪) "চোখের বালি"এর অর্থ কী?

®__শত্রু বা (চক্ষুশূল/অপ্রিয় ব্যক্তি)।


১৫) কৃতঘ্ন শব্দের অর্থ কী?

®__যে উপকারীর অপকার করে।


১৬) বাক্য সংকোচন করুনঃ"চক্ষু দ্বারা গৃহীত"----

®__চাক্ষুস।


১৭) "মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা"চরণটি কার লেখা? ® অতুলপ্রসাদ সেন


১৮) বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম কোন জেলায়?

®__রংপুরে(১৮৮০-১৯৩২, ৯ ডিসেম্বর)।


১৯) "যা স্থায়ী নয়"এক কথায়? ®__অস্থায়ী।


২০) আমানত শব্দের অর্থ কী? ®__গচ্ছিত।

(ব্যাখ্যাসহ বিগত ২০১৭ সালের সহকারী পরিচালক পদ প্রশ্নের পিক আমার টাইমলাইন/হোমপেজে পাবেন)


২১) ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কী? ®__বাংলা সাহিত্যের কথা

(ভাষাবিষয়ক গ্রন্থ "বাংলা ভাষার ইতিবৃত্ত")।


২২) বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

®__মাইকেল মধুসূদন দত্ত।

🦺সনেটের প্রবর্তক পের্ত্রাক।


২৩) "নষ্ট হওয়ার স্বভাব যার" এক কথায় হবে?

®__নশ্বর।


২৪) কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

®__আগুনের পরশমণি।


২৫) বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? ®__১০টি।


২৬) এক কথায় প্রকাশ করুনঃ কম কথা বলে যে-----

®__মিতভাষী।


২৭) নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ® নৌ+ইক।


২৮) "কাপুড়ে বাবু"বাগধারার অর্থ কী?

®__বাহ্যিক সৌন্দর্য।


২৯) কোনটি বিশেষণ? ®__সৎ।


৩০) "কেতা দুরস্ত"বাগধারাটির অর্থ কী? ®_পরিপাটি।


৩১) "সাগর"শব্দের সমার্থক শব্দ কী? ®__অর্ণব।


৩২) দুই বর্ণের পরস্পর মিলনকে কী বলে? ®__সন্ধি।


৩৩) "চাঁদ মুখ"এর ব্যাসবাক্য হলো?

®__চাঁদের মতো মুখ।


৩৪) "তুমি আসবে বলে স্বাধীনতা" কার কবিতা?

®__শামসুর রাহমানের।


৩৫)"গরল"শব্দের বিপরীত শব্দ কী? ®__অমৃত।


৩৬) "মাটির ময়না"চলচ্চিত্রের নির্মাতা কে?

®__তারেক মাসুদ।


৩৭) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

®__কবিরাজ।


৩৮) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? 

® চন্দ্রাবতী।


৩৯) ওমর খৈয়াম কোন দেশের কবি? ®ইরানের কবি।


৪০) যা চেটে খাওয়া যায়----এক কথায় হবে? ®লেহ্য।


৪১) "চোখের বালি"এর অর্থ কী?

®__শত্রু(বা চক্ষুশূল/অপ্রিয় ব্যক্তি)।


৪২) কৃতঘ্ন শব্দের অর্থ কী?

®__যে উপকারীর অপকার করে।


৪৩) "যা স্থায়ী নয়"এক কথায়? ®__অস্থায়ী।


৪৪) আমানত শব্দের অর্থ কী? ®__গচ্ছিত।


৪৫) কোনটি হযরত মুহম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ?

®__মরুভাস্কর।


৪৬) কোন বানানটি সঠিক? ®__ক্ষণ।


৪৭) "ক্ষুধার্ত"এর সন্ধি বিচ্ছেদ কী? ®__ক্ষুধা+ঋত।


৪৮) "হস্তী" শব্দের প্রতিশব্দ কোনটি? ®__হাতি।


৪৯) "নন্দিত-নিন্দীত"কিসের উদাহরণ?

®__বিপরীত শব্দের।


৫০) কৃতঘ্ন শব্দের অর্থ কী?

®__যে উপকারীর অপকার করে।


৫১) কোনটি শুদ্ধবাক্য?

®__এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী।


৫২) "বিষাদসিন্ধু"কাব্যের(উপন্যাস হবে) রচয়িতা কে?

®__মীর মশাররফ হোসেন।


৫৩) "চঞ্চল" এর স্ত্রী লিঙ্গ কী? ®__চঞ্চলা।


৫৪) বাংলা ভাষায় ব্যবহৃত কোনটি ফারসি শব্দ?

®__রোজা।


৫৫) নিচের কোনটি বহুব্রীহি সমাস?

®__হাতাহাতি (ব্যতিহার বহুব্রীহি)।


৫৬) "সূর্য"এর সমার্থক শব্দ কোনটি? ®__অর্ক।


৫৭) "কবর"নাটকের রচয়িতা কে? ®__মুনীর চৌধুরী।


৫৮) "জলে চড়ে যে "এক কথায় হবে? ®__জলচর।


৫৯) "তামার বিষ"বাগধারাটির অর্থ কী?

®__অর্থের কু-প্রভাব।


৬০) কোনটি দ্বন্দ্ব সমাস? ®__ভালো-মন্দ।


৬১) "চঞ্চল"এর স্ত্রী লিঙ্গ কী?


৬২) কোনটি দ্বিগু সমাস?

®__সপ্তাহ (সপ্ত অহ্নের সমাহার)।


৬৩) বাংলা ভাষায় ব্যবহৃত কোনটি ফারসি শব্দ?

®__রোজা।


৬৪) "একাদশে বৃহস্পতি"এর অর্থ কী?

®__প্রভূত সৌভাগ্য।


৬৫) "শিবরাত্রির সলতে"বাগধারাটির অর্থ কী?

®__একমাত্র সন্তান।


৬৬) কোনটি শুদ্ধ বানান? ®__আকাঙ্ক্ষা।


৬৭) কোন বানানটি সঠিক? ®__ক্ষণ।


৬৮) "ক্ষুধার্ত"এর সন্ধি বিচ্ছেদ কী? ®__ক্ষুধা+ঋত।


৬৯) কৃতঘ্ন শব্দের অর্থ কী?

®__যে উপকারীর অপকার করে।


৭০) "পাছে লোকে কিছু বলে" এখানে "লোক"কোন কারক? ®__কর্তৃকারক।


৭১) "হস্তী" শব্দের প্রতিশব্দ কোনটি? ®__হাতি।


৭২) "নন্দিত-নিন্দীত" কিসের উদাহরণ?

®__বিপরীত শব্দের।


৭৩) "কবর" নাটকের রচয়িতা কে? ®__মুনীর চৌধুরী।


৭৪) কোনটি শুদ্ধ বানান? ®__দরিদ্রতা।


৭৫) বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? ®__শব্দ।


৭৬) কিসের প্রভাবে অর্থ সংকোচিত হয়?

®__উপসর্গের প্রভাবে।


৭৭) নিচের কোন বানানগুলো শুদ্ধ?

®__সোনালি, তরী, নিঃশ্বাস।


৭৮) "যার প্রকৃত বর্ণ ধরা যায় না"- এক কথায় হবে?

®__বর্ণচোরা।


৭৯) "ঘাটতি"- এর বিপরীত শব্দ কী? ®__উদ্বৃত্ত।


৮০) "ঘর থাকতে বাবুই ভেজা" বাগধারাটির অর্থ কী?

®__সুযোগ থেকেও কষ্ট।


৮১) নিচের কোনটি বহুব্রীহি সমাস? ®__হাতাহাতি।


৮২) "জোড়"ও জোর" শব্দের অর্থ যথাক্রমে?

®__যুগল ও শক্তি।


৮৩) "আভাষ ও আভাস" শব্দের অর্থ যথাক্রমে?

®__ভূমিকা ও ইশারা (আবাস অর্থ বাসস্থান)।


৮৪) "নায়ক"এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ®__নৈ+অক।


৮৫) কোনটি শুদ্ধ বানান? ®__আকাঙ্ক্ষা


৮৬) কৃতঘ্ন শব্দের অর্থ কী?

®__যে উপকারীর অপকার করে।


৮৭) "নন্দিত-নিন্দীত" কিসের উদাহরণ?

®__বিপরীত শব্দের।


৮৮) "কবর" নাটকের রচয়িতা কে? ®__মুনীর চৌধুরী।


৮৯) কোনটি শুদ্ধ বানান? ®__দরিদ্রতা।


৯০) বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? ®__শব্দ।


২০১৫ সালের সহকারী পরিচালক পদের বাংলা প্রশ্ন....


৯০) "লাল নীল দীপাবলি" কার রচনা?

®__হুমায়ুন আজাদ।


৯১) পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? ®__নাটক (কাব্যনাট্য)।


৯২) আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে"--পঙ্ক্তিটির রচয়িতা কে?

®__রবীন্দ্রনাথ ঠাকুর।


৯৩) "মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা" রচয়িতা কে? ®__অতুলপ্রসাদ সেন।


৯৪) কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? ®_কুঁচবরণ কন্যা।


৯৫) "দোজখের ওম" গল্পগ্রন্থটি কার রচনা?

®__আখতারুজ্জামান ইলিয়াস।


৯৬) উপরোধ শব্দের অর্থ কী? ®__অনুরোধ।


৯৭) "রামগরুড়ের ছানা" বাগধারাটির অর্থ কী?

®__গোমরামুখো লোক।


৯৯) শুদ্ধ বানান কোনটি?

®__সবগুলো (অদ্ভুদ, উদ্ভূত, অন্তর্ভুক্ত)।


১০০) শুদ্ধ বানান কোনটি? ®__সান্ত্বনা।


১০১) "রত্নাকর" শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?

®__রত্ন+আকর।


১০২) "কাঁচি" কোন ভাষার শব্দ? ®__তুর্কি।


১০৩) "প্রেম" এর প্রকৃতি-প্রত্যয় কী? ®__প্রিয়+ইমন।


১০৪) "শিষ্ঠাচার" এর সমার্থক শব্দ কোনটি?

®__সদাচার।


১০৫) "রাবণের চিতা" বাগধারাটির অর্থ কী?

®__চির অশান্তি।


১০৬) "লক্ষ প্রাণের বিনিময়ে" গ্রন্থটির রচয়িতা কে?

®__রফিকুল ইসলাম (বীর উত্তম)।


১০৭) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

®__কবিরাজ।


১০৮) "চাঁদের ন্যায় মুখ" কোন সমাস?

®__উপমিত কর্মধারয়।


১০৯) "মহাকীর্তি" এর ব্যাসবাক্য কী?

®__মহতী যে কীর্তি।


১১০) মধ্য যুগের প্রথম কাব্য কোনটি?

®__শ্রীকৃষ্ণকীর্তন।


১১১) কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? ®__আনন্দময়ীর আগমনে।


১১২) "সংস্কৃতি"গ্রন্থটির রচয়িতার নাম কী?

®__আহমদ শরীফ।


১১৩) কবর কবিতার রচয়িতা কে? 

®__জসীম উদদীন।


১১৪) "কাশবনের কন্যা" কোন জাতীয় রচনা?

®__উপন্যাস।


১১৫) "বাংলাদেশ স্বপ্ন দ্যাখে" কাব্য গ্রন্থটির রচয়িতা কে? ®__শামসুর রাহমান।


১১৬) সৈয়দ শামসুল হকের লেখা নাটক নিচের কোনটি? ®__পায়ের আওয়াজ পাওয়া যায়।


১১৭) "Let there be light"  কার প্রামাণ্যচিত্র?

®__জহির রায়হানের


১১৮) সোনালি কাবিন" কাব্যের রচয়িতা কে?

®__আল মাহমুদ


১১৯) "সংস্কৃতির ভাঙা সেতু" কার গ্রন্থ?

®__আখতারুজ্জামান ইলিয়াস।


১২০) "গুরুজনে করো ভক্তি" এখানে "গুরুজন" কোন প্রকারের কারক? ®__সম্প্রদান কারক।


১২১) বাংলা গদ্যের জনক কে?

®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


১২২) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? ®__মাইকেল মধুসূদন দত্ত।


১২৩) "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়" গানটির রচয়িতা কে? ®__আব্দুল লতিফ


১২৪) অর্ধ-মাত্রা স্বরবর্ণ কতটি? ®__১টি(ঋ)।


১২৫) "Subconscious" শব্দটির বাংলা পারিভাষিক অর্থ হলো? ®__অবচেতন।


১২৬) "ক্ষীয়মাণ" এর বিপরীত শব্দ কী? ®__বর্ধমান।


১২৭) "হিং টিং ছট" রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? ®__সোনারতরী।


১২৮) কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? ®__১৯৭২ সালের ২৪ মে।


১২৯) রাজার দুয়ারে হাতি বাঁধা"-দুয়ারে শব্দটি কোন কারক? ®__অধিকরণ কারক।


১৩০) বাক্যের মৌলিক উপাদান কোনটি?

®__শব্দ (ভাষার মূল উপাদান ধ্বনি)।


Post a Comment

0 Comments