পরীক্ষার সময় যেসব প্রশ্নের উত্তর করার সময় সতর্ক থাকতে হয়।
✅বাংলা সাহিত্য ✅
👉মৈমনসিংহ* গীতিকা* সংগ্রহ করেন
=চন্দ্রকুমার
👉মৈমনসিংহ* গীতিকা* সম্পাদনা করেন
=দীনেশ চন্দ্র সেন।
👉দেনাপাওনা* ছোটগল্পের লেখক
=রবীন্দ্রনাথ ঠাকুর
👉দেনাপাওনা* উপন্যাসের লেখক
=শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✅বাংলা সাহিত্যে চতুর্দশপদী* কবিতার রচয়িতা =বলাইচাদ* মুখ্যপাধ্যায়*
✅বাংলা সাহিত্যের চর্তুদশপদী ছন্দের রচয়িতা -- =মাইকেল মধুসূদন* দত্ত
🟢ভাষার ইতিবৃত্ত এর লেখক
= সুকুমার সে
🟢বাংলা ভাষার ইতিবৃত্ত এর লেখক
=ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
❤️পদ্মাবতী (কবিতা)
= আলাওল
❤️পদ্মাবতী (নাটক)
-=মাইকেল মধুসূদন দত্ত
✅একাত্তরের ডায়েরি
=সুফিয়া কামাল
👉🏿একাত্তরের দিনগুলি
=জাহানারা ইমাম
✅সাম্যবাদী (কবিতা)
=কাজী নজরুল ইসলাম
✅সাম্য (প্রবন্ধ)
=বঙ্কিমচন্দ্র
✅বাংলা সাহিত্যের মুসলিম নারী জাগরণের কবি =শামসুন্নাহার
🟢বাংলা সাহিত্যের মুসলিম নারী জাগরণের অগ্রদূত
= বেগম রোকেয়া
❤️নারী (উপন্যাস)
=হুমায়ুন আজাদ
❤️নদী ও নারী (উপন্যাস)
=হুমায়ুন কবীর
🟣 শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা
= বড়ু চন্ডীদাস
🟢 শ্রীষ্ণকীর্তন আবিষ্কার করেন
=বসন্তরঞ্জন রায়
✅বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস
= আলালের ঘরের দুলাল ( প্যারীচাঁদ মিত্র)
✅বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস =দুর্গেশনন্দিনী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
.
✅সংস্কৃতির ভাঙ্গা সেতু (প্রবন্ধ) -
=আখতারুজ্জামান ইলিয়াস
✅সংস্কৃতির কথা (প্রবন্ধ) ---
মোতাহের হোসেন চৌধুরী
🟢নাগরিক কবি (উপাধি)
=শামসুর রাহমান
🟢আধুনিক যুগের নাগরিক কবি (উপাধি)
=সমর সেন
.
❤️সঞ্চিতা (কাব্য সংকলন)
=কাজী নজরুল ইসলাম
❤️সঞ্চয়িতা ( কাব্যগ্রন্থ)
=রবীন্দ্রনাথ ঠাকুর
❤️সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ)
=কাজী মোতাহের হোসেন
✅কবর (নাটক)
=মুনির চৌধুরী
✅কবর (কবিতা)
= জসিমউদদীন
🟢বাংলাদেশ বিষয়াবলি : 🟢👇🏿👇🏿👇🏿
👉১০ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশকে ৪টি সেক্টরে ভাগ করা হয়
👉১১ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়
✅বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ
=সেনেগাল
✅বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ = ইরাক
🟢 বাংলাদেশের জাতীয় মনোগ্রামের ডিজাইনার
=এ.এন.এ সাহা
🟣 বাংলাদেশের জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার ডিজাইনার
=কামরুল হাসান
🟢বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়
=১৯৫৫ সালে
🟢বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয়
=১৯৫৭ সালে
🟢মুজিবনগর সরকার গঠন করা হয়
=১০ এপ্রিল ১৯৭১
🟢মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে
=১৭ এপ্রিল ১৯৭১
🟢 ঢাকা বাংলার রাজধানী হয় ৫ বার ( ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)
🟣 ঢাকা বাংলাদেশের রাজধানী হয় ১বার (১৯৭১)
।
✅আন্তর্জাতিক বিষয়াবলি 🟢
👇🏿👇🏿👇🏿👇🏿
🟢মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী
=বেনজির ভুট্টো (পাকিস্তান)
🟢বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী
=শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা, ১৯৬০)
👉বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট
=ইসাবেলা পেরন ( আর্জেন্টিনা)
👉মুসলিম বিশ্বের ১ম নারী প্রেসিডেন্ট
=সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া)
✅চীনের ১ম প্রেসিডেন্ট
=সান ইয়াৎ
✅গণচীনের ১ম প্রেসিডেন্ট
=মাও সেতুং
✅জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করেন
=স্যার গ্লাডইউন জেব
✅জাতিসংঘের ১ম নির্বাচিত মহাসচিব
=ট্রিগভেলি
🟢ফেয়ারফ্যাক্স
=যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা
🟢 ইন্টাফ্যাক্স
=রাশিয়ার বার্তা সংস্থা
✅হোয়াইট লজ
=ইংল্যান্ডের রাজা অষ্টম এডওয়ার্ডের জন্মস্থান
✅হোয়াইট হল
=লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়
🟢হোয়াইট হাউজ
=আমেরিকার রাষ্ট্রপতির বাসভবন
👉👉১ম ভার্সাই চুক্তি সাময়িকভাবে স্বাক্ষরিত হয়
=১৭৮০ সাল
👉👉১ম ভার্সাই চুক্তি কার্যকর হয়
=১৭৮৩ সালে।
🟢 সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ
=যুক্তরাষ্ট্র
🟣 সামরিক ব্যয়ের দিক হতে বিশ্বের শীর্ষ শক্তির দেশ
=যুক্তরাষ্ট্র
👉জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত
= টোকিও (জাপান)
👉জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত =সানজোস ( কোস্টারিকা)
👉প্রথম নোবেল প্রাপ্ত বাঙালি
=রবীন্দ্রনাথ ঠাকুর
👉প্রথম নোবেল প্রাপ্ত বাংলাদেশি
=ডঃ মুহাম্মদ ইউনুস
👉জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল
=৪২টি রাষ্ট্র
👉জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য
=৫১টি রাষ্ট্র
👉👉Pearl of Africa
=Uganda
👉👉 pearl of island
=Bahrain
🟢 হাজার হ্রদের দেশ
= ফিনল্যান্ড
🟣 হাজার দ্বীপের দেশ
=ইন্দোনেশিয়া
✅ বসন্তের দ্বীপ
= জ্যামাইকা
☑️ চীর বসন্তের নগরী
= কিটো
।
👉বিশ্বের সব থেকে বড় অর্থনৈতিক জোট
= RCEP
👉বিশ্বের ২য় অর্থনৈতিক জোট
= EU (European Union)
👉বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক জোট
=WTO (World Trade Organization)
//
𒊹︎︎︎বানান: (১০-৪০তম বিসিএস)
০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]
০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]
০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]
০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]
০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]
১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬। কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]
১৭। কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]
১৮। কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]
১৮। নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]
১৯। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ।[৩৬তম]
২০। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব(শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
২১। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ[৩৮তম]সংগৃহীত
২৩। কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম]
/
বাংলাদেশের প্রথম আদমশুমারি -১৯৭৪
বাংলাদেশের সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা -২০২২
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি -১৯৭৭
বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি -২০১৯
বাংলাদেশের প্রথম নির্বাচন- ৭ মার্চ ১৯৭৩
/
সাম্প্রতিক_গুরুত্বপূর্ণ_সম্মেলন
◾LDC এর পঞ্চম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়- দোহা, কাতার
◾G- 7 এর ২০২৩ সালে ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে-হিরোশিমা, জাপান
◾২০২৩ সালে জি-২০ ১৮তম সম্মেলন হবে- নয়াদিল্লি, ভারত
◾২০২৪ সালে জি-২০ এর ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হবে- ব্রাজিল
◾২০২৫ সালে জি- ২০ এর ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে- দক্ষিণ আফ্রিকা
◾২০২৩ সালে BRICS এর ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হবে- দক্ষিণ আফ্রিকা
◾২০২৩ সালে Commonwealth এর 27 তম সম্মেলন অনুষ্ঠিত হবে - সামোয়া
◾২০২৩ সালের NAM এর ১৯ তম সম্মেলন হবে- উগান্ডা
/
#Important Gk for Exam
১) 𝐖𝐁 (𝐖𝐨𝐫𝐥𝐝 𝐁𝐚𝐧𝐤) এর বর্তমান সদস্য সংখ্যা -১৮৯, সর্বশেষ -নাউরু।
২) 𝐈𝐌𝐅 এর বর্তমান সদস্য -১৯০, সর্বশেষ - অ্যান্ডোরা।
৩) 𝐔𝐍 বা জাতিসংঘের বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ -দক্ষিণ সুদান।
৪) 𝐄𝐔 এর বর্তমান সদস্য -২৭, সর্বশেষ- ক্রোয়েশিয়া।
৫) 𝐀𝐈𝐈𝐁 এর বর্তমান সদস্য -৯২, সর্বশেষ -ইরাক।
৬) 𝐋𝐃𝐂 ভুক্ত দেশের সংখ্যা -৪৫, সর্বশেষ 𝐋𝐃𝐂 থেকে উত্তরন ঘটেছে -অ্যাঙ্গোলা ১২ ফেব্রুয়ারি ২০২১.
৭) 𝐍𝐀𝐓𝐎 এর বর্তমান সদস্য -৩০, সর্বশেষ - উত্তর মেসিডোনিয়া।
৮) 𝐎𝐏𝐄𝐂 এর বর্তমান সদস্য -১৩, সর্বশেষ - কঙ্গো প্রজাতন্ত্র।
৯) 𝐎𝐄𝐂𝐃 এর বর্তমান সদস্য -৩৭, সর্বশেষ -কলম্বিয়া।
১০) 𝐀𝐃𝐁 এর বর্তমান সদস্য -৬৮,সর্বশেষ -নিউদ।
১১) 𝐔𝐍𝐈𝐃𝐎 এর বর্তমান সদস্য -১৭০, সর্বশেষ- অ্যান্টিগুয়া ও বারমুডা।
১২) 𝐔𝐍𝐖𝐓𝐎 এর বর্তমান সদস্য -১৬০, সর্বশেষ - এন্টিগুয়া এন্ড বারমুডা।
১৩) 𝐈𝐍𝐓𝐄𝐑𝐏𝐎𝐋 এর বর্তমান সদস্য -১৯৪,সর্বশেষ - ভানুয়াতু।
১৪) 𝐎𝐏𝐂𝐖 এর বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ - ফিলিস্তিন।
১৫) 𝐂𝐎𝐌𝐌𝐎𝐍 𝐖𝐄𝐀𝐋𝐓𝐇 এর বর্তমান সদস্য - ৫৬,সর্বশেষ - টোগো।
১৬) 𝐈𝐎𝐌 এর বর্তমান সদস্য- ১৭৫, সর্বশেষ- বার্বাডোস।
১৭) 𝐈𝐃𝐁 এর বর্তমান সদস্য - ৫৭, সর্বশেষ - গায়না।
১৮) 𝐈𝐋𝐎 এর বর্তমান সদস্য - ১৮৭, সর্বশেষ - টোঙ্গা।
১৯) 𝐖𝐓𝐎 এর বর্তমান সদস্য - ১৬৪, সর্বশেষ- আফগানিস্তন।
২০) 𝐖𝐇𝐎 এর বর্তমান সদস্য -১৯৪, সর্বশেষ - দক্ষিন সুদান।
◾হাইভোল্টেজ_সাম্প্রতিক ★
*বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
* বর্তমান শেনজেনভুক্তদেশ -২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
* সামরিক শক্তি 𝐑𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 এ শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ( বাংলাদেশ ৪০তম)
*২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম 𝐆-7 শীর্ষ সম্মেলন হবে - হিরোশিমা, জাপান
* ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে - সামোয়া।
সাম্প্রতিক দর্পণ ~ গুরুত্বপূর্ণ রিপোর্ট সূচক ~~~~
✅world happiness Report 2022 এ
শীর্ষ দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ৯৪ তম।
🟢যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে
শীর্ষ চীন , বাংলাদেশ তৃতীয়।
👉বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে
শীর্ষ আফগানিস্তান, বাংলাদেশ ৪০তম
প্রকাশ করে Institute For Economics And Peace,সিডনি, অস্টেলিয়া
🟢বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন,২০২২
✅শীর্ষ জনসংখ্যার দেশ চীন
✅সর্বাধিক নারী প্রজনন হার --- নাইজার(৬.৬)
✅সর্বাধিক জন্মহারের দেশ--- সিরিয়া
✅সর্বনিম্ম জন্মহারের দেশ--- লেবানন
✅শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ-- দক্ষিণ কোরিয়া, মন্টেনিগ্রো ও স্লোভাকিয়া
✅বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ---. ৯%
✅নারী প্রতি প্রজনন হার--- ১.৯ প্রকাশক UNFPA
🟢বৈশ্বিক শান্তিসূচক,২০২২
✅শীর্ষ আইসল্যান্ড, বাংলাদেশ ৯৬ তম
🟢ই- গর্ভনমেন্ট ডেভেলপমেন্ট সূচক'২০২২
✅শীর্ষে ডেনমার্ক, নিম্নে দক্ষিণ সুদান বাংলাদেশ ১১১
🟢আইনের শাসন সূচক-২০২২
✅শীর্ষে ডেনমার্ক, নিম্মে ভেনিজুয়েলা, বাংলাদেশ ১২৭
🟢স্বাদু পানির মাছ উৎপাদনে
শীর্ষ ভারত,বাংলাদেশ তৃতীয়
🟢সামুদ্রিক মাছ উৎপাদনে
✅শীর্ষ চীন,বাংলাদেশ ২৫ তম
🟢চাষকৃত মাছ উৎপাদনে শীর্ষে চীন বাংলাদেশ তৃতীয়
🟢প্রবাসী আয় প্রতিবেদন, ২০২২
✅শীর্ষে ভারত,বাংলাদেশ ৭ম
প্রকাশ করে বিশ্বব্যাংক
🟢বৈশ্বিক বাণিজ্য পরিসংখ্যান রিভিউ, ২০২২
✅শীর্ষ পোশাক রপ্তানিতে
✅শীর্ষ চীন,বাংলাদেশ দ্বিতীয়
প্রকাশ করে WTO
🟢বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা, ২০২২
✅শীর্ষে উরসুলা ভন ডার লিয়েন,
শেখ হাসিনা
৪২তম,১০০ তম মাসা আমিনি ইরান( যাকে কেন্দ্র করে ১৬' সেপ্টেম্বর, ২০২২ ইরানে গণবিক্ষোভ শুরু হয়)
🟢বিশ্ববাসযোগ্যতা সূচক,২০২২
✅শীর্ষে ভিয়েনা, অস্টিয়া
✅তলানিতে দামেস্ক, সিরিয়া
🟢বিশ্বের ব্যয়বহুল শহর,২০২২
👉শীর্ষে সিঙ্গাপুর সিটি ও নিউইয়র্ক
👉সস্তা দামেস্ক, সিরিয়া( প্রকাশ দ্যা ইকোনমিস্ট ইন্টিলেজেন্স ইউনিট,যুক্তরাজ্য)
🟢শক্তিশালী পাসপোর্ট সূচক,২০২২
✅শীর্ষে জাপান, বাংলাদেশ ১০১
🟢বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ---
যুক্তরাষ্ট্র,চীন দ্বিতীয়, জাপান তৃতীয়, ভারত ৪
বাংলাদেশ ৩৫ তম।
ইনপুট , আউটপুট , ইনপুট-আউটপুট ডিভাইস মনে রাখার সহজ কৌশল।
ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে আমরা সবাই কমবেশি কনফিউজড এ পড়ে যাই পরীক্ষার হলে...
হয়তবা আজ থেকে সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে ইনশা আল্লাহ ছোট একটা কৌশলে...
যে ডিভাইস গুলি ঘুরে ফিরে সব পরীক্ষায় আসে,তারেই একটি কৌশল দেয়ার ক্ষুদ্র প্রয়াস করলাম মাত্র....!
.
Input কৌশল>>>>
MS Dhoni BMW গাড়িতে চড়ে J.K পড়তে পড়তে SOOP খেতে GML কে সাথে নিয়ে গেল...
Where
M=Mouse
S=Scanner
D=Digitizer
B=Barcode Reader
M=Magnetic Tape Drive
W=Webcam
J=joy-stick
K=Keyboard
S=Sensor
O=OMR (Optical Mark Reader)
O=OCR (Optical Character Reader)
P=Punch Card Reader
G=Graphics Tablet
M=MICR (Magnetic Ink Character Recognition /Reader)
L=Light pen...
======================
Output
.
MP, SP সবাই কানে Head phone লাগিয়ে ,ViP সেজে FM শুনে...
Where
M=Monitor
P=Printer
S=Speaker
P=Projector
Head phone
Vi=Visual Display Unit
P=Plotter
F=Film Recorder
M=Microfiche....
================
Input-output
ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলির একটা কৌশল.....
কৌশল>>>
Mam TV/VCR, CD/DVD সর্বত্রে দুর্নীতির প্রমাণ দেখে VC কে TC দিল।সেই খবর Handset এবং Fax এর মাধ্যমে Network এর মত ছড়িয়ে দিল SR & TR.
Where
Mam= Modem
TV= Television
VCR=
CD=Compact Disk
DVD=
VC=VCP
T=Tuch Screen
C=Digital Camera
handset= Handset
Fax=Fax
Network =Network card
SR= Sound Recorder
TR=Tape Recorder....!
/
গুরুত্বপূর্ণ তথ্য - ৪৫ বিসিএস প্রস্তুতি
বাংলাদেশের প্রথম আদমশুমারি -১৯৭৪
বাংলাদেশের সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা -২০২২
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি -১৯৭৭
বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি -২০১৯
বাংলাদেশের প্রথম নির্বাচন- ৭ মার্চ ১৯৭৩
=•
📗📗জনশুমারি 2022📗📗
১। সংজ্ঞাঃ একটি দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করার পদ্ধতিকে জনশুমারি বলে।
২। জনশুমারির পূর্ব নাম ছিল → আদমশুমারি।
৩। ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া 'পরিসংখ্যান আইন, ২০১৩' অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা' র নাম পরিবর্তন করে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয়।
৪। বাংলাদেশে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয় অনুষ্ঠিত হয় → ১০ বছর পর পর।
৫। বাংলাদেশ এ পর্যন্ত জনশুমারি হয় → ৬টি।
১ম → ১৯৭৪,
২য় → ১৯৮১,
৩য় → ১৯৯১,
৪র্থ → ২০০১,
৫ম → ২০১১,
৬ষ্ঠ → ২০২২।
৬। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ১৫-২১জুন ২০২২ সালে।
৭। এটি দেশের → প্রথম ডিজিটাল জনশুমারি ।
৮। গণনা পদ্ধতি → Modified Defacto ।
৯। মোট জনসংখ্যা → ১৬,৫১,৫৮,৬১৬ জন।
পুরুষ → ৮,১৭,১২,৮২৪ জন।
নারী → ৮,৩৩,৪৭,২০৬ জন।
হিজড়া → ১২,৬২৯ জন।
১০। গত ১১বছরে বেড়েছে ২,১১,১৪,৯১৯ জন।
১১। পুরুষঃনারীর অনুপাত → ৯৯ঃ১০০ জন।
১২। জনসংখ্যা বৃদ্ধির হার → ১.২২% মুজাহিদ
১২। জনসংখ্যার ঘনত্ব → ১,১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)
→ ২,৫২৮ জন (প্রতি বর্গমাইলে)।
১৩। ধর্মভিত্তিক জনসংখ্যা: মুসলিম → (৯১.০৪%),
হিন্দু → (৭.৯৫%),
বৌদ্ধ → (০.৬১%),
খ্রিস্টান → (০.৩০%),
অন্যান্য → (০.১২%)।
১৪। স্বাক্ষরতার হার → ৭৪.৬৬% (পুরুষ ৭৬.৫৬, নারী ৭২.৮২%)।
১৫। পাঁচ বছরের উর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা → ৫৫.৮৯%।
১৬। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা → ৩০.৬৮%।
১৭। মোট খানার সংখ্যা → ৪,১০,১০,০৫১ জন।
১৮। খানা প্রতি গড় সদস্য → ৪ জন।
বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নোত্তর →
১। বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনশুমারি) কবে অনুষ্ঠিত হয়?
→ ১৯৭৪ সালে।
২। বাংলাদেশের পরবর্তী /৭ম জনশুমারি কবে
২০৩১
0 Comments