দেশত্ববোধক গানের গীতিকার ও সুরকার এক নজরে:
১. ‘‘জয় বাংলা, বাংলার জয়”
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার ,
সুরকার : আনোয়ার পারভেজ।
২.‘’একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’’
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার : আনোয়ার পারভেজ।
৩. ‘’একতারা, তুই দেশের কথা বল রে এবার বল।‘’
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার ,
সুরকার : আনোয়ার পারভেজ।
৪. ‘’সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে’’
গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৫. ‘’একাত্তরের মা জননী,
কোথায় তোমায় মুক্তিসেনার দল?’’
গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৬. ‘’মোরা একটি ফুলকে বাঁচাব বলে…‘’
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ
৭. ‘’একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’’
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ।
৮. ‘’তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’’
গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ
৯. ‘’একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে’’
গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান
১০. ‘’পূর্বদিগন্তে সূর্য উঠেছে’’
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : সমর দাস
১১. ‘’নোঙ্গর তোলো, তোলো’’
গীতিকার : নইম গহর
সুরকার : সমর দাস
১২. ‘’মুক্তির মন্দির সোপানতলে ‘’
গীতিকার : মোহিনী চৌধুরী
সুরকার : কৃষ্ণচন্দ্র দে
১৩. ‘’আমি বাংলায় গান গাই ‘’
গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়
১৪. ‘’এই পদ্মা, এই মেঘনা’’
গীতিকার ও সুরকার : আবু জাফর
১৫. ‘’ধনধান্যে পুষ্পে ভরা’’
গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
১৬. ‘’সালাম সালাম হাজার সালাম ‘’
গীতিকার : ফজলে খোদা
সুরকার : আবদুল জব্বার
১৭.’’ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’’
গীতিকার : আবদুল লতিফ
১৯. ‘’কারার ঐ লৌহকপাট’’
গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম
২০. ‘’ভয় কী মরণে রাখিতে সন্তানে’’
গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস
২১.’’ যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা ‘’
গীতিকার : নাসিম খান
সুরকার : সেলিম আশরাফ
২২. ‘’সব কটা জানালা খুলে দাও না’’
গীতিকার : নজরুল ইসলাম বাবু
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২৩. ‘’সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’’
গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২৪. ‘’সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ‘’
গীতিকার : মনিরুজ্জামান মনির
সুরক
0 Comments