*বঙ্গবন্ধু_*শেখ_মুজিবুর* রহমানের ৩ টি আত্মজীবনী সম্পর্কে বিস্তারিত
🔷অসমাপ্ত আত্মজীবনী🔷
→ইংরেজি সংস্করণ: The Unfinished Memoirs
→প্রথম প্রকাশ: জুন ২০১২ সালে
→রচনাকাল:১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায়।
→বইটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা তুলে ধরেন
→প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
→১ম অনূদিত হয় ইংরেজিতে(১৮ জুন ২০১২)।
→প্রকাশক:মহিউদ্দিন আহমেদ।
→প্রচ্ছদ: সমর মজুমদার।
→পৃষ্ঠা: ৩২৯টি।
🔷কারাগারের রোজনামচা 🔷
→ইংরেজি সংস্করণ: Prison Diaries
→প্রথম প্রকাশ: মার্চ ২০১৭ (বাংলা ফাল্গুন ১৪২৩)।
→ভূমিকা লেখেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
→নামকরণ করেন: শেখ রেহেনা।
→ঘটনাবলি: ১৯৬৬-৬৮ সালের কারাস্মৃতি।
→১ম অনূদিত ইংরেজি ভাষায়( মার্চ ২০১৭) অনুবাদক ড.ফকরুল আলম।
→প্রকাশক:মোবারক হোসেন।
→অর্থায়ন:সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (অর্থবছর ২০১৬/১৭)।
→পৃষ্ঠা: ৩৩২
🔷আমার দেখা নয়াচীন🔷
→প্রকাশিত ২০২০ সালের একুশে গ্রন্থমেলায়।
→বইটি প্রকাশ করেছে "বাংলা একাডেমি"।
→বাংলা ও ইংরেজি ভাষায় এক সাথে প্রকাশিত।
→বইটির সম্পদনার দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান।
→ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
→ঘটনা: ১৯৫২-৫৭ সালের দুবার চীন সফরের অভিজ্ঞতার কথা।
→নামকরণ: বঙ্গবন্ধু নিজেই ডায়রিতে চীন সফরের অভিজ্ঞতার কথা লিখে 'আমার দেখা নয়া চীন' নামকরণ করেন।
→৩টি বইয়েরই ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।
Subscribe Youtube Channel:informationeditorial
0 Comments