Recents in Beach

৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

 ৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি





✅বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক

দলের সংখ্যা—৩৯।

✅কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পকে

নিরাপদ রাখতে ২৮ অক্টোবর ২০২২ শুরু হয়েছে

সমন্বিত বিশেষ অভিযান—অপারেশন রুট আউট।

✅বর্তমানে দেশে উপজেলার সংখ্যা – ৪৯৫।

✅২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি—৪ হাজার

২৬১ কোটি ডলার।

✅বর্তমানে পোশাকশিল্পে প্রবৃদ্ধি—৩ দশমিক ২৭ শতাংশ।

✅বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত

হবে–২০৩১ সালের মধ্যে।

✅সম্প্রতি আইএমএফ বাংলাদেশকে ৪৫০ কোটি

ঋণসহায়তা দেওয়ার অনুমোদন করেছে—৩টি

আলাদা কর্মসূচির আওতায়।

✅বিবিএস মূল্যস্ফীতি গণনা করে— ৪৭টি পণ্যের

বাজারদরের ভিত্তিতে।

✅বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ১১ বছর

৩ মাসের মধ্যে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি—৯

দশমিক ৫২ শতাংশ (আগস্ট ২০২২)।

✅বর্তমানে বিবিএস জিডিপির তথ্য প্রকাশ

করে—বছরে দুবার।

✅সরকার বর্তমানে খোলাবাজারে স্বল্প মূল্যে চাল

বিক্রি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সহায়তা

করছে—৫০ লাখ পরিবারকে।

✅চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সাহায্যের পরিমাণ – ৩৬ শতাংশ।

✅বর্তমানে দেশে সরকার অনুমোদিত অর্থনৈতিক

অঞ্চল—৯৭টি।

✅স্বাধীনতার পর বাংলাদেশ IMF থেকে ঋণসহায়তা নিয়েছে—১০ বার।

✅দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় – ৬৫ হাজার ৫৬৬টি।

✅ দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক

কৃষিতে পুনঃ অর্থ তহবিল গঠন

করেছে – ৫,০০০ কোটি টাকার।

✅বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী

প্রতিবছর কৃষিজমি অকৃষি খাতে চলে যায়—

১ শতাংশ।

✅বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম— ৬টি

(সর্বশেষ : বরিশাল)।

✅দেশে নারী উন্নয়ন নীতিমালা গৃহীত হয় – ১৯৯৭ সালে।

✅বর্তমানে দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণের

হার—৩৬ শতাংশ।

✅বর্তমানে বাংলাদেশে পরিবেশদূষণজনিত মৃত্যুর

শিকার–৩২ শতাংশ মানুষ।

✅মেট্রোরেলের স্টেশন সংখ্যা হবে–১৭।

✅ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয় – ১২

নভেম্বর ২০২২

✅রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

উৎপাদনক্ষমতা – ২ হাজার ৪০০ মেগাওয়াট।

✅রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউনিট

রয়েছে— ২টি (১ হাজার ২০০ মেগাওয়াট

ক্ষমতাসম্পন্ন)।

✅সম্প্রতি দেশে গ্যাসের মজুতের সন্ধান পাওয়া

গেছে—নড়িয়া, শরীয়তপুরে।

✅দেশে দৈনিক গ্যাসের চাহিদা – ৩৮০ কোটি ঘনফুট।

✅বাংলাদেশ সরকারের ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা – ৪০ শতাংশ।

✅Indian Ocean Rim Association

(IORA)-এর সদস্যদেশ—২৩টি।

✅ IORA- এর বর্তমান প্রেসিডেন্ট

দেশ–বাংলাদেশ (প্রথমবারের মতো)।

✅জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ

দেশ—বাংলাদেশ।

✅বর্তমানে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত নারী

পুলিশ—১৫০ জন। 

✅৪ নভেম্বর ২০২২ পালিত হয় গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশের সংবিধানের—সুবর্ণজয়ন্তী (৫০

বছর পূর্তি উৎসব)।

Post a Comment

0 Comments