Recents in Beach

সাম্প্রতিক প্রশ্নোত্তর ALL Daily আপডেট GK

 



# ইউক্রেন নিয়ে আসন্ন শান্তি সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করবে?
উত্তরঃ ৯০টি দেশ।

# বাংলাদেশে নিযুক্ত বর্তমান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তরঃ চার্লস হোয়াইটলি।

# দেশে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতার উৎপাদনের পরিমাণ কত?
উত্তরঃ ১২ লাখ মেট্রিক টন। (আমদানি ৪ লাখ মেট্রিক টন)

# ২০২৩-২৪ অর্থবছরে সম্পূরক বাজেটের পরিমাণ কত?
উত্তরঃ ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকা।

# আন্তর্জাতিক খেলা দিবস কবে?
উত্তরঃ ১১ জুন।

# বাংলাদেশে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তরঃ ওয়াকার-উজ-জামান।

# রাশিয়ায় ইউক্রেন শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৫ ও ১৬ জুন। (সুইজারল্যান্ডে

# বাংলাদেশে প্রথমবারের মতো 'ল্যান্ড লর্ড পোর্ট' ধারণায় যুক্ত হচ্ছে কোন বন্দর?
উত্তরঃ চট্টগ্রাম বন্দর।

# সম্প্রতি নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম কী? 
উত্তরঃ তারেক মুহাম্মদ।

# প্রথমবারের মতো হিজবুল্লাহ ইসায়েলে কোন রকেট হামলা চালায়?
উত্তরঃ ফালাক-২।

# ফিলিস্তিনের সমর্থনে ও গাজায় হামলা বন্ধের দাবিতে কোথায় 'রেড লাইন' শীর্ষক বিক্ষোভ শুরু হয়েছে?
উত্তরঃ ওয়শিংটন ডিসি।

# বাংলাদেশ সরকার কোন দেশ থেকে জলবিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে?
উত্তরঃ ভুটান।

# সম্প্রতি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম কী? 
উত্তরঃ রকিবুল হক।

# ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা কত মেয়াদে শপথ নিলেন?
উত্তরঃ তৃতীয়।

# বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে কে নিয়োগ পেয়েছেন?
উত্তরঃ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

# সম্প্রতি কোন বাংলাদেশি স্কাইডাইভিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন?
উত্তরঃ আশিক চৌধুরী।

# 'ভবিষ্যতের বাঙালী' প্রবন্ধের লেখক কে?
উত্তর: এস ওয়াজেদ আলী। (মৃত্যু: ১০ জুন, ১৯৫১)

# মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে?
উত্তর: সৈয়দ ফররুখ আহমদ (জন্ম: ১০ জুন, ১৯১৮)

# বাংলাদেশের বৃহত্তম হাওড়ের নাম কী?
উত্তর: হাকালুকি হাওড়।

# ২০২৩-২৪ অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের হার কত হতে পারে?
উত্তর: জিডিপির ২৩ দশমিক ৫১ শতাংশ।

# ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?
উত্তর: ২৭টি।

# বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
উত্তর: Gansu Dunhuang solar Park, China. (গানসু দুনহুয়াং, চীন)

# বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত?
উত্তর: ৬০ লাখ মেগাওয়াট আওয়ার।

# পেন্ট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর: নিকোলাস অটো। (জন্ম: ১০ জুন, ১৮৩২)

# বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
উত্তর: কথোপকথন। (লেখক-উইলিয়াম কেরি, মৃত্যু: ৯জুন, ১৮৩৪)

# মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয়। (সূত্র: জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থা)

#  মোট মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৫ম।

# ২০২৩ সালে বাংলাদেশে মোট মাছ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ৪৮ লাখ টন।

# বাংলাদেশে স্বাদুপানির মাছ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১৩ লাখ ২২ হাজার টন। (বিশ্বের মোট মাছের ১১.৭%)

# আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: অষ্টম।

# আম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত।

# বিখ্যাত উপন্যাস 'অলিভার টুইস্ট' কার লেখা?
উত্তর: চার্লস ডিকেন্স। (মৃত্যু: ৯ জুন, ১৮৭০)

# FAO এর তথ্যমতে, মিঠাপানিতে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কততম? 
উত্তর: দ্বিতীয়।

# FAO এর তথ্যমতে, মিঠাপানিতে বাংলাদেশের মোট উৎপাদন কত টন মাছ?
 উত্তর: ৪৮ লাখ টন।

# বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালে ব্যাংকের মাধ্যমে কত ডলার প্রবাসী আয় করে?
উত্তর: ২১৯০ কোটি ডলার।

# বিবিএস এর তথ্যমতে, দেশে বর্তমানে কী পরিমাণ বেকার রয়েছে?
উত্তর: ২৫ লাখ ৯০ হাজার।

# FAO এর তথ্যমতে, মোট মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: পঞ্চম।

# হালাল পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বছরে কত টাকা আয় করে?
উত্তর: ৯০০ কোটি টাকা।

# আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: অষ্টম (১ম-ভারত)।

# পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৫ নভেম্বর ২০২৪।

# বর্তমানে বাংলাদেশে বার্ষিক করমুক্ত আয় সীমা কত টাকা?
 উত্তর: ৩,৫০,০০০ টাকা।

# চীনের সবচেয়ে উঁচু বিরামহীন জলপ্রপাতের নাম কী?
উত্তর: ইরুনতাই জলপ্রপাত।

# ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে মূল্য সংযোজন কর কত আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে?
উত্তর: ১ লাখ ৮২ হাজার ৭৮৩ কোটি টাকা।

# ২০২৪-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

# স্পেস এক্সের তৈরি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলকারী মহাকাশ যানের না-
উত্তর: স্টারশিপ।

# ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫-১৬ জুন কোথায় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: সুইজারল্যান্ড।

# ২০২৪-২৫ অর্থবছরে জলবায়ু অভিযোজন বৃদ্ধির জন্য কত টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব-
উত্তর: ১০০ কোটি টাকা।

# ২০২৪-২৫ অর্থবছরে কৃষিখাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ কত টাকা?
উত্তর: ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।

# বাংলাদেশে তৈরি ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়? 
উত্তর: ১৫৩টি দেশে।

# চলতি বছরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 
উত্তর: বন, জার্মানি।

# বাংলাদেশের কতজন শিশু সুষম খাদ্যসংকটে ভোগে?
উত্তর: প্রতি ৩ জনের ২ জন।

# 'রূপবান মুড়া' প্রত্নতাত্ত্বিক স্থান কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা।


Post a Comment

0 Comments