Recents in Beach

Best 9 speech

প্রিয় ৯ টি উক্তিঃ
১। মানুষের সফলতা নির্ণীত হয় তার শত্রুর সংখ্যা দিয়ে। সফল মানুষের শত্রুরা লুকিয়ে থাকে বন্ধুদের মাঝে।
২। লাইফে যদি কিছু ভিলেন নাই থাকে, তাহলে বুঝবেন কি ভাবে যে আপনি হিরো?
৩। বাচতে হলে বীরের মত বাচতে হবে, মরতে হলে বীরের মতো মরতে হবে। এর মাঝে কোন কথা হবে না।
৪। লোকে কি ভাববে তা যদি আপনিই ভাবেন, তাহলে লোকে ভাববে কি?
৫। সমালোচনা করা খুব সহজ, কিন্তু আলোচনায় আসা খুব কঠিন।
৬। সফলতা একটি চলমান অপূর্ণতা, আর ব্যর্থতা একটি মিমাংসিত অপ্রাপ্তি।
৭। লাইফে সফল হবার চেয়ে সুখী হওয়া বেশি দরকার, কারন, সকল সুখী লোকই সফল কিন্তু সকল সফল লোকই সুখী নয়।
৮। আজ আপনার যা আছে তাই নিয়ে যদি খুশি থাকতে না পারেন, তাহলে, কাল যা পাবেন তা নিয়েও খুশি থাকতে পারবেন না।
৯। অভাবে স্বভাব নষ্ট না করে সভাবে অভাব নষ্ট করুন।

Post a Comment

1 Comments