প্রশ্ন : প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন.?
উঃ তিতুমীর।
-
প্রশ্ন : তিতুমীর এর প্রকৃত নাম কি.?
উঃ মীর নিসার আলী।
-
প্রশ্ন : তিতুমীর এর জন্মগ্রহন কোথায়.?
উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।
-
প্রশ্ন : নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে.?
উঃ ১৮৩১ সালে।
-
প্রশ্ন : বাশেঁর কেল্লা পরিকল্পনা করেন কে.?
উঃ গোলাম মাসুম।
-
প্রশ্নঃ নারিকেল বাড়ীয়ার প্রথম যুদ্ধে কোন ইংরেজ পরাজিত হয়.?
উঃ আলেকজান্ডার।
-
প্রশ্ন : কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়.?
উঃ লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট।
-
প্রশ্ন : বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে.?
উঃ হাজী শরীয়তউল্লাহ।
-
প্রশ্ন : হাজী শরীয়ত উল্লাহ কত সালে কোথায় জন্ম গ্রহন করেন.?
উঃ ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।
-
প্রশ্ন : ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো কখন সংঘঠিত হয়.?
উঃ ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্তু।
-
প্রশ্ন : ফকির-সন্যাসীদের উলেখ্যযোগ্য নেতা কে ছিলেন.?
উঃ ভবানী পাঠক।
-
প্রশ্ন : ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজি নিহত হন.?
উঃ ক্যাপ্টেন এডওয়ার্ড।
-
প্রশ্ন : কোন কবি ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন.?
উঃ পঞ্চানন দাস।
-
প্রশ্ন : বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয়.?
উঃ হিন্দু।
-
প্রশ্ন : কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়.?
উঃ হিন্দু কলেজ।
-
প্রশ্ন : মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কে ছিলেন.?
উঃ নওয়াব আব্দুল লতিফ।
-
প্রশ্ন : আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন.?
উঃ সৈয়দ আহমেদ খান।
- Home
- BANGLA
- _বাংলাসাহিত্য
- _বাংলা ব্যাকরণের
- MATH
- BCS
- GENERAL KNOWLEDGE
- _General knowledge
- _বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের
- _সাধারণ বিজ্ঞান
- English All
- _Vocabulary
- _IDIOMS AND PHRASES
- _EDITOR DS
- _PROTHOM ALO
- _Translation
- _Short Word
- __Part 1
- __Part 2
- __Part 3
- বিলিভ ইট অর নট
- Year Question
- _Bangladesh Bank
- _মন্ত্রণালয়
- __ডাক অধিদপ্তর
- __স্বাস্থ্য সেবা বিভাগের (hsd) ২০২৪
- __মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC প্রশ্নব্যাংক PDF
- __যুব উন্নয়ন অধিদপ্তর (DYD )
- _প্রাথমিক সহকারী শিক্ষক
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২২
- __প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৪
- _BPSC NON Cadre
- _মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
- _১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA)
- Global Photo
1 Comments
nice
ReplyDelete